কি আসতে চলেছে এই বছরে?

কি আসতে চলেছে এই বছরে?

 

এ বছরের ২৯শে এপ্রিল (৬ই রমজান) পৃথিবীর পাশ দিয়ে একটি এস্টেরয়েড বা গ্রহাণু যাবে।এই এস্টেরয়েডটির নাম 1998 OR2″ এটি আয়তনে ৪ কিঃমি।গ্রহানুটি ২.৫ মাইল লম্বা ও ১.১ মাইল চওড়া।এটি ৩১,৩২০কিঃমি প্রতি ঘন্টায় এগিয়ে আসছে পৃথিবীর দিকে এই গতিতে যদি এগিয়ে আসে তাহলে ২৯শে এপ্রিল পৃথিবীর খুব কাছে চলে আসা এই গ্রহাণুটি যদি কোন ভাবে পৃথিবীর সাথে সংঘর্ষ হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে এই পৃথিবী।ঐ দিন ৩.২৬ p.m (বাংলাদেশ সময়)এটি দেখা যেতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। এটি আকাশে বিস্ফুরিত হলে বিকট শব্দ হবে!!
★হাদিস শরিফে পাওয়া যায়ঃ রাসুল (সাঃ) বলেছেন, কিয়ামতের আগে কোন এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে, এতে মানুষ বোবা,বধির ও অজ্ঞান হয়ে যাবে।
★ আল কুরআনে আল্লাহ তায়া’লা বলেছেনঃ তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপ করবে না? আর তখন তোমরা জানতে পারবে কিরুপ ছিল আমার সতর্ক বানী।
(সূরা মূলকঃআয়াত নং ১৭)।
আল্লাহ আমাদের সবাইকে তোমার আসমানী গজব থেকে হেফাজত করুন।।।

About regulartechbd

Check Also

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!  সরিয়ে ফেলো মনোযোগ নষ্টের হাতিয়ার: আমাদের ক্লাসে মনোযোগী হবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *