কালো বিড়াল!
কালো বিড়ালকে অনেকেই অশুভ বলে, আবার অনেকে পছন্দ করেন না। প্রায় দেখা যায় এই কুসংস্কার এর কারনে সামনে যা পায় তা দিয়েই কালো বিড়ালকে মারে। শুনেছি আমাদের ধর্মে আছে নরম হাড় বা কাঁটা যেন আমরা চিবিয়ে পশুদের জন্য রেখে দেই।
কত বিড়ালকে দেখলাম মার খেয়ে দৌড় দিয়ে এসে আড়ালে আশ্রয় নিতে, এবং তার কিছুক্ষণ পর মারা যায়। আমরা ঘরে ঢুকতে না দেই তাই বলে এভাবে বাজে ভাবে মারতে পারি না।
ছবিটার কথা গুলো পড়েন, অবশ্যই খারাপ লাগবে। এগুলা প্রতিনিয়ত হচ্ছে, যারা ভূত বিশ্বাস করে না তারাও এই কাজ করে বেড়ায় অনেকেই।