কাঠাল এবং কোকা-কোলা
কাঠাল এবং কোকা-কোলাকে একসাথে ৩ টি সাপের সমান কামড়ের বিষক্রিয়া হয়, এটা একটি নিম্নমাত্রার ভ্রান্ত ধারণা। যিনি বানিয়েছেন তিনি নিজেও জানেন না ৩ টি সাপের কামড়ের পরিণতি কি হতে পারে আর তিনি এটাও বলেননি কোন প্রজাতির সাপ!
আসলে, কাঠাল আর কোকা-কোলাকে একসাথে কোবরার বিষ বলা হয়, এটা কেবলই একটা জনশ্রুতি। পরিমিত পরিমাণ কাঠাল খুবই স্বাস্থ্যকর একটা খাবার। অন্যদিকে কোকা-কোলা নিজে একটা অখাদ্য। দুইটা যখন একসাথে খাওয়া হয় তখন তা স্টমাকে প্রচুর গ্যাস ফর্ম করে। ফলে ভীষণ পেটে ব্যথা হতে পারে। আই রিপিট, “হতে পারে”, সবার যে হবে তা নয়। আর যদি কারো আগে থেকে গ্যাসের সমস্যা থাকে, তাহলে তো কথাই নেই, ভয়ানক অবস্থা দাড় করাতে সক্ষম।
কোকা-কোলা খুবই অস্বাস্থ্যকর পানীয়। হিসেব করে দেখলাম ২৫০ মিলিলিটার (১ টা ছোট বোতল) কোকা-কোলায় এপ্রক্সিমেটলি সাড়ে ছয় চামচ চিনি থাকে। উদ্বিগ্ন হওয়ার একটা বড় কারণ। এ জাতীয় সফটড্রিংক্স সুস্থ্য থাকতে পরিহার করুন।