ইংলিশে প্রশ্ন করার সহজ নিয়ম । English Grammar Class -3

ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয়?

ইংলিশে অনেক ধরনের প্রশ্ন থাকে কিন্তু সব গুলো প্রশ্নই ৪টা কমন স্টেপ ফলো করে করা হয় । আজ ওই ৪টা স্টেপ নিয়ে নিচে আলোচনা করবো ।

STEP 1 – Question Word.

Question work হলো যে শব্দ ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করে থাকি ।

যেমনঃ Who (কে), What (কী), Where (কোথায়) , How (কিভাবে) , When (কখন) এই ধরনের Word (শব্দ) গুলোকে আমরা Question Word বলি ।

এই Word গুলো যদি এক এর অধিক হয়, যেমনঃ how long? তখন এটা কিন্তু আর Word থাকে না, তখন এটা Question Phrase হয়ে যায় । কিন্তু same ভাবেই এটা কাজ করে ।

STEP 2 – Helping Verb.

Helping Verb হলো যে Verb টা Main verb কে সাহায্য করবে ।

যেমনঃ Am. Is, Are, Do, Was এইধরনের আরো অনেক Helping Verb রয়েছে । প্রশ্ন করার জন্য অবশ্যই কিন্তু ২য় স্টেপে Helping verb লাগবেই।

 

STEP 3 – Subject.

Subject মানে হলো এই প্রশ্নটা যাকে নিয়ে করা হতে পারে এটা আপনি (You), আমি (me), যে কেউ (anyone). যাকে নিয়ে ওই sentence টা বা প্রশ্নটা করবো সেই কিন্তু আপনার Subject. তো 3নং স্টেপ এ আমাদের দরকার হলো একটা সাবজেক্ট ।

 

STEP 4 – Main verb.

যে verb টা মেইন কাজটা করবে বা মেইন কাজটা করবে Sentence এর মধ্যে । মেইন ভার্ব (verb) কিন্তু অসংখ্য আছে,

যেমনঃ Play, Eat, Dance, Sleep, Study এগুলো সবই হলো মেইন ভার্ব (verb). কারন এটা দিয়ে প্রকাশ করে যে, আপনি আসলে কি নিয়ে প্রশ্নটা করছেন

প্রশ্ন করার জন্য কিন্তু এই ৪টা স্টেপ থাকতে হবে এখন এই Sequence এ থাকতে হবে ।

1st Question Word, 2nd Helping Verb, 3rd Subject, 4th Main verb. এই Sequence টা কিন্তু খুবই দরকার এটা না হলে কিন্তু প্রশ্নটা হচ্ছে না ।

 

এখন এই ৪টা স্টেপ কিভাবে কাজ করে তার উদাহরন দেখবো ।

  1. Where do you live?

Where হলো Question Word.

Do হলো Helping Verb.

You হলো Subject.

Live হলো Main verb.

 Sequence টা কিন্তু সেইম ।

  1. What do you study?

What হলো Question Word.

Do হলো Helping Verb.

You হলো Subject.

Study হলো Main verb.

এই প্যাটার্ন ফলো করে কিন্তু অনেক প্রশ্ন করা যায় ।

 

Closed Question:

Closed question আমরা Question Word ছাড়াই Question (প্রশ্ন) করতে পারি ।

যে প্রশ্নের উত্তর শুধু Yes/No দিয়েই সহজেই প্রশ্নকে শেষ করা যায় তাকে Closed Question বলে ।

যেমনঃ

Question: Do you like to teach? আপনি কি পড়াতে পছন্দ করেন?

Ans: Yes, I do! হ্যাঁ, পছন্দ করি । অথবা

Ans: No, I can’t. না, আমার পড়াতে ভালো লাগে না ।

একটা সিম্পল “Yes” বা “No” দিয়ে কিন্তু প্রশ্নটা শেষ করে দিতে পারেন ।

এই ধরনের প্রশ্ন যে গুলো Yes/No দিয়ে উত্তর দিয়ে প্রশ্নকে শেষ করা যায় তাই একে Closed Question বলে ।

 

Open Question:

এটি Close Question এর বিপরীত, এটিকে Simple Yes or No দিয়ে উত্তর দেওয়া যায় না । এখনি আমরা এমন কোনো প্রশ্ন দেখবো যার উত্তর শুধু মাত্র Yes/NO দিয়ে উত্তর দিতে পারি না তাকে Open Question বলবো । Open Question করা হয় আমাদের Question Word দিয়ে ।

যেমনঃ

  • When did you go to Thailand?
  • Where do you live?

এই ধরনের প্রশ্ন আপনি শুধু Yes/ no দিয়ে উত্তর দিতে পারবেন না । এই জন্য আপনাকে সাথে আরেকটু কথা বলতে হবে ।

 

আমরা এতক্ষন যে প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করেছি তাও কিন্তু আমাদের ওই শুরুর ৪টা স্টেপ ছিল সেটাই ফলো করে ।

যেমনঃ

  • When did you visit Thailand? (আপনি কবে থাইল্যান্ড গিয়েছিলেন?)

When হলো Question Word.

                 Did হলো Helping Verb.

                 You হলো Subject.

                 Visit হলো Main verb.

তাই আপনি যদি ওই ৪টা স্টেপ কোনো ভাবে মনে রাখতে পারেন তাহলে আপনি ইংলিশে যত হাজার প্রশ্ন হোক না কেন সব করতে পারবেন ।

 

আমরা যে Closed question or Open question নিয়ে আলোচনা করেছি, এর ভেতরে কিছু ছোট ছোট প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ।

  • Wh- question:

যে প্রশ্ন গুলো Wh দিয়ে শুরু হয় ।

যেমনঃ

  • Who are you going with? (আপনি কার সাথে যাচ্ছেন?)
  • What are you doing? (আপনি কি করছেন?)
  • Where are you going? (আপনি কোথায় যাচ্ছেন?)

এই গুলোও কিন্তু ৪টি স্টেপ দিয়েই করা হয়েছে ।

  • How question:

যে প্রশ্ন গুলো How দিয়ে শুরু হয় ।

যেমনঃ

  • How are you doing? (আপনি কেমন আছেন?)
  • How are you going there? (আপনি কিভাবে সেখানে যাচ্ছেন?)

এই গুলোও কিন্তু ৪টি স্টেপ দিয়েই করা হয়েছে ।

  • Tag question:

Tag বলতে বুজি যখন কেউ আপনাকে কোথাও Tag করে (Facebook, Instragram etc) তখন সে আপনাকে ওই পোষ্টটা দেখবেন বা পোষ্টটা পড়ে আপনি তা নিয়ে কি রকম ফিল করেন ।

Tag question কিন্তু ঠিক তেমনি যা শুরুতে একটা ছোট বাক্য (Short sentence) থাকে যা আসলে কোনো প্রশ্ন না শেষে একটা প্রশ্ন থাকে যে দুইটাকে মিলিত করে আমরা Tag question বানিয়ে দিই । শেষে যে প্রশ্নটা থাকার কারনেই যে বক্তা আপনাকে যে প্রশ্নটা করেছে সে ঘুরিয়ে প্রশ্নটা আপনার দিকে পাঠিয়ে দিচ্ছে ।

যেমনঃ

  • You’re hungry, aren’t you?

You are hungry এটা কোনো প্রশ্ন নয় এটা একটা বাক্য (sentence) এবং aren’t you এটা একটা প্রশ্ন । সে প্রশ্নটা আপনার দিকে ঘুরিয়ে দিয়েছে So, এখন আপনাকে তার উত্তর দিতে হবে ।

 

Tag question কে ভয় পাওয়ার কিছু নেই । খুব সহজ এটা মনে রাখা ।

যেমনঃ আমরা এতক্ষন যে ৪ধরনের বা ৪টি স্টেপের কথা বলেছি তা দিয়ে কিভাবে Tag question করতে পারি তা দেখি ।

  • Are you coming to the party? (আপনি কি পার্টিতে আসছেন?)

এটি একটি প্রশ্ন যার মধ্যে ৪টি স্টেপ রয়েছে ।

  • You are coming to the party.

এটা কিন্তু এখন আর কোনো প্রশ্ন না । এটি বাক্য (sentence).

এখন আমরা ১ম ও ২য় ২টাকে মিলিয়ে Tag question বানাতে পারি ।

  • You are coming to the party, aren’t you?

এটি এখন Tag question হয়ে গিয়েছে ।

 

ইংলিশে কিন্তু প্রত্যেকটা ধরন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা সম্ভব । আপনারা কি চান প্রত্যেকটা Type এর প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করি?

তাহলে কমেন্ট করে জানাবেন ।

 

 

About Shohel Shikder

Check Also

What is Digital Marketing? ডিজিটাল মার্কেটিং কি?

What is Digital Marketing? ডিজিটাল মার্কেটিং কি?

এখন হলো ইন্টারনেটের যুগ । এখন এমন কেউ নেই যে ইন্টারনেট ব্যবহার করে না, সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *