অল্পের জন্য A+ মিস হয়েছে.? টেনশন করার কোন কারন নাই। নিছে দেওয়া আছে কিভাবে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন।
মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরিতে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন।
এছাড়াও যারা এ রেজাল্ট আশানুরূপ সাফল্য লাভ করতে পারন নাই বা আপনার আশা অনুযায়ী ফলাফল করতে পারেন নাই আজকে থেকে শুরু হয়ে ২৪ তারিখ পর্যন্ত পুনঃনিরীক্ষণে এর আবেদন করা যাবে।
টেলিটক নম্বর থেকে আগামী ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফলাফল
পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে
RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে
RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।
ধন্যবাদ
লিখেছেনঃমোঃ সাহারিয়া মজুমদার সাব্বির
- এই ভুল আপনি করবেন না, নিজেকে শুধরে নিন।
- মহানবী (সা:) যা বলেছেন, আপনি মুসলিম হলে এগুলো আপনার জানা ফরজ।।
- জীবন গড়ার ঐতিহাসিক কথা।
- সেতু নির্মাণে কাঁটা মাথার আসল রহস্য।
- বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রোবাস।
- যেমন কর্ম তেমন ফল।
- জীবন সংকটে মধ্যে। হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
- টেলিভিশন দেখে এ কি পরিণাম। সময় থাকতে আপনি সাবধান।
- গোস্বা বা রাগ এর প্রতিকার।
- মানুষ কিভাবে পাপী হয়ে উঠে।
- দোয়া কবুল না হওয়ার কারণ।
- মূল্যবান চোখের জল।
- কঠিন বিপদ থেকে বাঁচার উপায়।
- মিথ্যা ও গীবত এর ভয়ংকর পরিণাম
- হিংসা প্রসঙ্গে
- যা ঘটেছিল লাশবাহী ট্রাক এ।
- শিশুর মাথা কাটা লাশ উদ্ধার, ইমামের ছদ্মবেশে জল্লাদ লুকিয়েছিল মসজিদে।
- কুমিল্লা শিক্ষা বোর্ড এর অজানা তথ্য 99%লোকেই জানেনা।
- কুমিল্লার জজ কোটের ভিতর বিচারকের সামনে হত্যা।
- বিজাতির নির্যাতনে প্রাণ হারালো মুসলিম ভাই তাবরেজ