অপরিচিত নাম্বারের ছবি সহ সকল তথ্য বের করুন
প্রায় সকলের মোবাইলে প্রতিদিন অনেক অপরিচিত নাম্বার থেকে কল আসে।অনেক সময় দেখা যায় ঐ অপরিচিত নাম্বার থেকে কেউ আপনাকে বার বার বিরক্ত করছে।এ ক্ষেত্রে ঐ নাম্বারটি কোন ব্যক্তির সেই তথ্য বের করা প্রয়োজন হয়ে পড়ে । এই সমস্যার একটি সহজ সমাধান এবং উপায় আপনাদের জন্য নিয়ে আসলাম । আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব । ট্রিকটির মাধ্যমে আপনার খুবই সহজে যেকোনো নাম্বারের সকল তথ্য বের করতে পারবেন ।
প্রথমে আপনাদেরকে প্লে-ষ্টোর থেকে একটি এপ ডাওনলোড করতে হবে । এপটির নাম হচ্ছে Eyecon
এপটি প্লে-ষ্টোর থেকে ডাওনলোড করার পর ওপেন করে কন্টিনিউ তে প্রেস করুন
তারপর আপনার নাম্বার দিয়ে ভেরিপাই করুন ।
এখন আপনার নাম এবং যেকোনো একটি ছবি দিয়ে কন্টিনিউ করুন
পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিন
এখানে শুরুতেই আপনার মোবাইলের যত নাম্বার রয়েছে সেগুলোর ছবিসহ নাম দেখতে পাবেন।
এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে । আপনি যেই অপরিচিত নাম্বারের তথ্য বের করতে চান সেই নাম্বারটি আপনার মোবাইলে যেকোনো নামে সেইভ করুন , তারপর সেই নাম্বারের ছবি সহ আসল নাম এপটিতে দেখতে পাবেন ।
- Face App এর মাধ্যমে মানুষ শয়তানের চ্যালেঞ্জ পূর্ণ করে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন।
- এই ভুল আপনি করবেন না, নিজেকে শুধরে নিন।
- মহানবী (সা:) যা বলেছেন, আপনি মুসলিম হলে এগুলো আপনার জানা ফরজ।।
- জীবন গড়ার ঐতিহাসিক কথা।
- সেতু নির্মাণে কাঁটা মাথার আসল রহস্য।
- বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রোবাস।
- যেমন কর্ম তেমন ফল।
- জীবন সংকটে মধ্যে। হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
- টেলিভিশন দেখে এ কি পরিণাম। সময় থাকতে আপনি সাবধান।
- গোস্বা বা রাগ এর প্রতিকার।
- মানুষ কিভাবে পাপী হয়ে উঠে।
- দোয়া কবুল না হওয়ার কারণ।
- মূল্যবান চোখের জল।
- কঠিন বিপদ থেকে বাঁচার উপায়।
- মিথ্যা ও গীবত এর ভয়ংকর পরিণাম
- হিংসা প্রসঙ্গে
- যা ঘটেছিল লাশবাহী ট্রাক এ।
- শিশুর মাথা কাটা লাশ উদ্ধার, ইমামের ছদ্মবেশে জল্লাদ লুকিয়েছিল মসজিদে।
- কুমিল্লা শিক্ষা বোর্ড এর অজানা তথ্য 99%লোকেই জানেনা।
- কুমিল্লার জজ কোটের ভিতর বিচারকের সামনে হত্যা।
- বিজাতির নির্যাতনে প্রাণ হারালো মুসলিম ভাই তাবরেজ