অপরিচিত নাম্বারের ছবি সহ সকল তথ্য বের করুন

অপরিচিত নাম্বারের ছবি সহ সকল তথ্য বের করুন

প্রায় সকলের মোবাইলে প্রতিদিন অনেক অপরিচিত নাম্বার থেকে কল আসে।অনেক সময় দেখা যায় ঐ অপরিচিত নাম্বার থেকে কেউ আপনাকে বার বার বিরক্ত করছে।এ ক্ষেত্রে ঐ নাম্বারটি কোন ব্যক্তির সেই তথ্য বের করা প্রয়োজন  হয়ে পড়ে । এই সমস্যার একটি সহজ সমাধান এবং উপায় আপনাদের জন্য নিয়ে আসলাম । আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব । ট্রিকটির মাধ্যমে আপনার খুবই সহজে যেকোনো নাম্বারের সকল তথ্য  বের করতে পারবেন ।
প্রথমে আপনাদেরকে প্লে-ষ্টোর থেকে একটি এপ ডাওনলোড করতে হবে । এপটির নাম হচ্ছে Eyecon 
এপটি প্লে-ষ্টোর থেকে ডাওনলোড করার পর ওপেন করে কন্টিনিউ তে প্রেস করুন
তারপর আপনার নাম্বার দিয়ে ভেরিপাই করুন ।
এখন আপনার নাম এবং যেকোনো একটি ছবি দিয়ে কন্টিনিউ করুন
পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিন
এখানে শুরুতেই আপনার মোবাইলের যত নাম্বার রয়েছে সেগুলোর ছবিসহ নাম দেখতে পাবেন।
এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে । আপনি যেই অপরিচিত নাম্বারের তথ্য বের করতে চান সেই নাম্বারটি আপনার মোবাইলে যেকোনো নামে সেইভ করুন , তারপর সেই নাম্বারের ছবি সহ আসল নাম এপটিতে দেখতে পাবেন ।

About regulartechbd

Check Also

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা চাইলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *