অন্ধকার জগতের সেরা কয়েকটি সার্চ ইঞ্জিন । ডার্ক ওয়েব

অন্ধকার জগতের সেরা কয়েকটি সার্চ ইঞ্জিন । ডার্ক ওয়েব

 

ইন্টারনেটের একটি অন্ধকার জগৎ রয়েছে। এই জগতে সাধারণ মানুষ সহজে প্রবেশ করতে পারে না।এই অন্ধকার জগতটি ডার্ক ওয়েব নামে পরিচিত।বিশেষ ব্রাওজার এর মাধ্যমে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয়।

গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিল।যেই ভাবে আমরা গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য বের করি। ঠিক একই ভাবে ডার্ক ওয়েবেরও সার্চ ইঞ্জিল রয়েছে, যার মাধ্যমে আমরা ডার্ক ওয়েবের বিভিন্ন গোপন তথ্য খুবই সহজে পেতে পারি।

শুরুতেই আমি বলেছিলাম যে, ডার্কওয়েবে প্রবেশ করার জন্য বিশেষ ব্রাওজার ব্যবহার করতে হবে।ব্রাওজারটির নাম হচ্ছে “Tor Bowser”.

Tor Bowser PC

Tor Bowser Mobile

ব্রাওজারটি ইন্সটল করার পর ওপেন করুন।ওপেন হতে কিছুক্ষণ সময় নিতে পারে। যখনই ব্রাওজার ওপেন হবে, প্রায় অন্যান্য ব্রাওজারের মতই টর ব্রাওজার দেখতে পাবেন। এখানে টেব রয়েছে,  টেব গুলোতে ডার্কওয়েবের লিংক দিলেই আপনারা সরাসরি ঐ লিংক এর ডার্ক ওয়েবসাইটটি দেখতে পাবেন। নিচে যত গুলো লিংক দেওয়া রয়েছে, সব গুলো ডার্কনেটের ওয়েব সাইট।

1. Torch
Link: http://xmh57jrzrnw6insl.onion/

2. Not Evil
Link: http://hss3uro2hsxfogfq.onion/

3. Ahmia
Link: http://msydqstlz2kzerdg.onion/

4. Haystak
Link: http://haystakvxad7wbk5.onion/

5. DuckDuckGo
Link: http://3g2upl4pq6kufc4m.onion/

6. Searx
Link: http://5plvrsgydwy2sgce.onion/

7. Tor Links | .onion Links List
Link: http://torlinkbgs6aabns.onion/

8. Grams
Link: http://grams7enufi7jmdl.onion/

9. Info Desk Grams
Link: http://grams7enufi7jmdl.onion/infodesk

About regulartechbd

Check Also

যে কারনে ভারত এখন হুমকীর মুখে Pegasus Attact.

যে কারনে ভারত এখন হুমকীর মুখে Pegasus Attact.

Pegasus কোনো সাধারন computer virus  না যে আপনাকে ফাদে ফালানোর জন্য আপনাকে কোনো লিঙ্ক শেয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *