অটো রিপোর্ট মেরে শত্রুর ফেসবুক আইডি নষ্ট করে দিন

অটো রিপোর্ট মেরে শত্রুর ফেসবুক আইডি নষ্ট করে দিন
 

ফেসবুকে কোনো আইডি নষ্ট করতে হলে উক্ত আইডিতে রিপোর্ট দিতে হয় । রিপোর্ট কিভাবে দিতে হয় সেটা আমরা সবাই জানি । বিশেষ করে যারা স্প্যামার রয়েছেন তারা ভালোভাবে জানেন কিভাবে ফেসবুক আইডি নষ্ট করতে হয় । এখন কথা হচ্ছে একটা অথবা দুইটা রিপোর্ট দিয়ে সহজে ফেসবুক আইডি নষ্ট করা যায় না। তবে আমরা যদি ২০ থেকে ৩০ টা কোনো আইডিতে রিপোর্ট দেই তাহলে বলা যায় উক্ত আইডিটি নষ্ট হওয়া অনিবার্য। কিন্ত ২০ থেকে ৩০ টা আইডি রিপোর্ট করার জন্যে এত কোথায় পাবো? সেই প্রশ্ন হয়ত অনেকর মাথায় এসেছে। যদি আমি বলি আপনারাা ২০-৩০ নয় বরং ১০০০+ আইডি দিয়ে যেকারো আইডিকে রিপোর্ট দিয়ে ধ্বংস করে দিতে পারবেন তাও আবার মাত্র কয়েক মিনিটে! কি? বিশ্বাস হয় না??  হুম!! অবশ্যই হবে।  তবে তার জন্য নিচের পুরো ট্রিকসটি ফলো করুন।

প্রথমে প্লে স্টোর থেকে TERMUX এপটি ডাউনলোড করে নিন।
তারপর এপটি ওপেন করে নিচের কমান্ড গুলো দিন।মনে রাখবেন প্রত্যেকটি কমান্ড দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না ডলার  ($) সাইন আসছে।
Command:

  • apt update && apt upgrade
  • apt install python2
  • apt install python
  • apt intall git
  • git clone https://github.com/ilayTamvan/Report
  • ls
  • cd Report
  • python2 Report.py

 

এখন যার ফেসবুক আইডি ডিসেবল করতে চান তার আইডির কোড নাম্বারটি টার্গেট আইডিতে দিন।আইডির কোড নাম্বার বের করার জন্য প্রথমে যেকোনো bowser দিয়ে আপনার ফেসবুকে আইডিতে login করুন। তারপর যার আইডিতে রিপোর্ট দিতে চান তার প্রোপাইল এ প্রবেশ করে উপরের লিংকটি কপি করুন

এখন এখানে ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটিটে দেখতে পাবেন একটি বক্স, সেখানে কপি করা লিংকটি পেস্ট করুন।

তারপর go প্রেস করলে সেই আইডির কোডটি দেখতে পাবেন।

এখান থেকে কোডটি কপি করে পুনরায় Termux এপ এ গিয়ে terget id তে পেস্ট করুন।

এখন দেখতে পাবেন যে অটো রিপোর্ট দেয়া শুরু হয়েছে  ।
video tutorial:

 

About regulartechbd

Check Also

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা চাইলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *